@everyone আমাদের Test Championship er কাপের কিছু নিয়মাবলী :
★★★ প্রতি Person শুভেচ্ছা ফি 50/-
১/প্রতি টিমের ১০ জন প্লেয়ার একজন কিপার বাধ্যতামুলক
২/ ২৫ওভারে প্রতি ম্যাচ,
প্রতি বোলার সর্বোচ্চ ৫ ওভার বল করতে পারবে।
৩/ অতিরিক্ত স্পিড বল আম্পায়ারের ডিসিশন অনুযায়ী ডেড বল হবে।ডেডবলে ফোর হলে ফোর হিসেবে গন্য হবে।
৪/ ওভারথ্রোতে বল বাউন্ডারি ক্রস করলে একরান ব্যাটিং টিমে যোগ হবে। বল ডেলিভারিতে কথা বললে নো বল গন্য হবে।
৫/ খেলার প্রতিটিমের রিপোর্ট টাইম ৭.২০এ.ম.। খেলা শুরু ৭.৪০ এ.ম.।
৭.৪০ এ যদি খেলা শুরু না হয় যে টিমের জন্য দেরি হবে ওই টিমের প্রতি ১০ মিনিটে ১ ওভার করে কাটা হবে ব্যাটিং এর সময়।
৬/ মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গণ্য হবে,কনফিউশান ডিসিশন আম্পায়ারকে আবেদন করা যাবে।
৭/ কোন প্লেয়ার শৃঙ্খলা ভঙ্গ করলে তাকে তিন ওভারের জন্য ফিল্ডিং থেকে বাইরে রাখা হবে আর ব্যাটসম্যান এর ক্ষেত্রে আর ব্যাটিং করতে পারবেন না যতক্ষণ লাস্ট ব্যাটসম্যান আউট না হয়। আর বিশৃঙ্খলার কারণে সর্বনিম্ণ ৫০ টাকা তাৎক্ষণিক জরিমানা হবে যার দায়ভার সম্পুর্ন ক্যাপ্টেন ও বিশৃঙ্খলাকারী বহন করবে।
৮/ ক্যাপ্টেন ব্যাতিত এক টিমের অন্য কেউ আম্পায়ার এর ডিসিশন নিয়ে কথা বলতে পারবে না। অন্য কেউ বললে সেটিকে বিশৃঙ্খলা বলে গন্য করা হবে।
৯/ বুকের সমান বল উঠলে বাউন্স হিসেবে গন্য হবে। ২ টা বাউন্স হলে নো বল গন্য হবে।
১০/ অতিরিক্ত সর্বোচ্চ চারজন।
১১/ বল বক্সের ভিতর থেকে করতে হবে। লাইন টাসে নো বল নাই তবে বাউন্ডারির বাইরে থেকে বল করলে নো বল।
##কোন টিম ম্যাচ টাইমের মধ্যে আসতে না পারলে যারা আসবে ওইসব প্লেয়ারস নিয়ে খেলা শুরু করতে হবে।
★★★কমিটি আর ক্যাপ্টেনরা মিলে প্রাইজমানি এর জন্য যে ডিসিশন নিবে ওইটাই চূড়ান্ত বলে গণ্য হবে।
* আশা করি ক্যাপ্টেন আর একটিভ মেম্বাররা নিয়মগুলো বাকিদের জানিয়ে দিবে।
★★★★★ টুর্নামেন্টা আমাদের সবার, সবার সহযোগিতাই কাম্য এটা সফল করতে।