Organiser's Detail
Tournament's Detail
NAME
DIU T-10 CRICKET TOURNAMENT 2023
DATES
02-Dec-23 to 13-Dec-23
LOCATIONS
Savar - Daffodil Play Ground
Other Details
Trophy : Champion and Runner-up
Medal : Champion and Runner-up
Man of the match : Every Match
Man of the series
Entry Fee : Per Player 200 TK
Rules and Bylaws :
১। প্রত্যেক খেলা ১০ ওভারে অনুষ্ঠিত হবে
২। পাওয়ার প্লে ৩ ওভার অনুষ্ঠিত হবে।
৩। খেলা শুরুর ৩০ মিনিট পূর্বে মাঠে উপস্থিত হতে হবে। কেন দল যদি সঠিক সময়ে মাঠে উপস্থিত হতে ব্যার্থ হয় তাহলে প্রতি ১০ মিনিটের জন্য দুই দলেরই ১ ওভার করে মোট ২ ওভার কাটা হবে।
৫। খেলা চলাকালীন সময়ে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
৬।. প্রতিকূল আবহাওয়া অথবা ভার্সিটি ম্যানেজমেন্টের হস্তক্ষেপের খেলা পরিচালনা করতে সক্ষম না হলে সেই ম্যাচ রিজার্ভ ডে তে পরিচালিত হবে এবং খেলা যেখান থেকে শেষ হয়েছে পরে আবার সেখান থেকে খেলা পরিচালিত হবে।
৭। যদি প্রথম রাউন্ডে দুইদলই খেলায় উপস্থিত হতে না পারে তাহলে উক্ত ম্যাচ বাতিল বলে গণ্য হবে। পরবর্তীতে ঔ ম্যাচ আর অনুষ্ঠিত হবে না
৮। প্রত্যেক দলের খেলোয়াড়কে অবশ্যই ক্রিকেটের পোশাক পরে মাঠে নামতে হবে। জুতা, ট্রাউজার বাধ্যতামূলক
৯। কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।