সিজন ২ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য:
১. ৫ টিম, ২ কাউন্টার, ২০ ম্যাচ।
২. সকল ম্যাচ শনি-বৃহঃ বার বিভিন্ন টাইমে হবে। ফিল্ড: কলেজ বা T&T।
৩. সকল ম্যাচ অনলাইনে রেকর্ড হবে।
৪. ম্যাচের আগের ফ্রেন্ডশিপ ফটো পিচে দাঁড়িয়ে না তুললে সেই ম্যাচ ক্যান্সেল বলে ঘোষণা হবে। গ্রুপে পোস্ট করতে হবে।
৫. এই ম্যাচ থেকেই প্লেয়ার ক্যাটাগরি A,B,C ভাগ করা হবে প্রিমিয়ার লীগের জন্য। নিলাম হবে।
৬. বেস্ট ১৬ গঠন করা হবে ৩ মাসের জন্য।
পুরষ্কারঃ
১. বেস্ট প্লেয়ার অফ দ্যা লীগ।MVP (১) ও (২)
২. বেস্ট ক্যাপ্টেন (১)
৩. বেস্ট স্কোরার (২)
৪. বেস্ট বোলার (২)
সাস্পেনশন:
আচার আচরণ ও মাঠে হেলামির জন্য নোটিশ করে, বৈঠকে বসে ফয়সালা হবে। সদস্যপদ বাতিল ও হতে পারে বা রিভিউ তে থাকতে পারেন।
আমাদের ১ম নিয়ম: এখানে সাধারণ ছাত্র হিসেবে থাকতে হবে। শুধু TCCA এর সদস্য হিসেবে। কোন অঙ্গসংগঠন বা রাজনৈতিক আচরণ পরিলক্ষিত হলে তার ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।
আশা করি সবাই টাইম মেইনটেইন করে শনিবার মাঠে চলে আসবেন।