test
player picture
BB Presents Munich Short Pitch League - Season 1
Munchen1131 Views
29-09-2023 to 30-09-2023
  • 11Total Matches
  • 5Total Teams

Organiser's Detail

Tournament's Detail

NAME

BB Presents Munich Short Pitch League - Season 1

DATES

29-Sep-23 to 30-Sep-23

LOCATIONS

Munchen - OSTPARK 1

Munchen - Ostpark

BALL TYPE

TENNIS

Other Details

This is a short-pitch cricket tournament for the Bangladeshi people living in Munich. The rules and regulations are as follows:

 

Bavarian Bengals presents Munich Short Pitch Cricket League (MSL)-Season 1

 

নিয়মাবলীঃ

 

স্কোয়াড এবং টিম সাইজঃ

 

১। প্রতিটি টিমকে নূন্যতম ৯ জন প্লেয়ার নিয়ে দল গঠন করতে হবে৷

২। প্লেয়িং টিমেও নূন্যতম ৯ জন থাকতে হবে।

৩। এবার কোন নিলাম থাকছে না। সবাই নিজের পছন্দমত দল বানাতে বা দলে খেলতে পারবেন।

৪। প্রতিটি ম্যাচ হবে ৪৫ মিনিটের। প্রতি ইনিংসের জন্য ২০ মিনিট এবং দুই ইনিংসের মাঝে ৫ মিনিটের বিরতি থাকবে। 

 

বোলিংঃ

১। ওভার সংখ্যাঃ প্রতিটা খেলা হবে ৮ ওভারের। বোলিং টিম তাদের ৮ ওভার শেষ করার জন্য ২০মিনিট সময় পাবে। 

 

২। বোলিং স্টাইলঃ থ্রো বোলিং, হাত ঘুরিয়ে বল করা যাবে না। হাত ঘুরিয়ে বল করলে সেই বল নো-বল হিসেবে গণ্য হবে। আন্ডার-আর্ম বোলিংও অবৈধ বলে বিবেচিত হবে। কোন বোলার যদি দুই হাতেই বল করতে সক্ষম হয় তাহলে তাকে যে কোন এক-হাতে একটি ওভার শেষ করতে হবে, ওভারের মাঝে হাত পরিবর্তন করা যাবে না।

 

৩। ওভার লিমিটঃ একজন বোলার সর্বোচ্চ ২ ওভার বল করতে পারবেন। 

 

৪। বলের গতিঃ শর্ট পিচ ক্রিকেটের সবচেয়ে বিতর্কিত জিনিস বলের গতি। বলের গতি বিচারের দায়িত্ব থাকবে মাঠে দায়িত্বরত আম্পায়ারদের উপর। তাদের বিচারে যে বলের গতি বেশি মনে হবে তারা সেটিকে নো-বল ঘোষণা দিতে পারবেন। মেইন আম্পায়ার সিদ্ধান্ত দেয়ার পূর্বে লেগ-আম্পায়ারের সাথে আলোচনা করে নিতে পারবেন। মাঠে থাকা আম্পায়ারদের সিদ্ধান্তই এ ব্যাপারে চূড়ান্ত বলে বিবেচিত হবে।

 

৫। ডেড বলঃবলের ড্রপজনিত কারণে কোন প্রকার ডেড বল থাকবে না। 

 

৬। নো বলঃ

নিম্নোক্ত এক বা একাধিক কারণে একটি বল নো বল বলে গণ্য হবেঃ

  • বল যদি স্বাভাবিকের চেয়ে জোরে হয় (অন-ফিল্ড আম্পায়ার কর্তৃক নির্ধারিত হবে)।

  • বল যদি স্টাম্প হাইটের উপরে হয়।

  • ফিল্ডিং টিম যদি বোলার বল করার সময় কথা বলে। 

  • বলের বাউন্স যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয় (অন-ফিল্ড আম্পায়ার কর্তৃক নির্ধারিত হবে)।

  • কিপার যদি বল স্টাম্পস অতিক্রম করার আগেই ধরে ফেলে। 

  • বোলারের পা যদি বল করার সময় দাগ স্পর্শ করে। 

  • যদি ফিল্ডিং রেস্ট্রিকশন না মানা হয়। 

 

ব্যাটিংঃ

১। একসাথে দুইজন ব্যাটসম্যান ক্রিজে থাকবে। কোন লাস্ট ম্যান ব্যাটিং থাকবে না। 

 

২। রানিং বিট্যুইন দ্যা উইকেট থাকবে। 

 

৩। ক্রিকেটের নিয়মানুযায়ী সব ধরণের রান থাকবে শুধুমাত্র লেগ বাই এবং ছক্কা ব্যাতীত। বাই-রান এবং ওভারথ্রোও থাকবে।  

 

৪। আউটঃ একজন ব্যাটসম্যান LBW বাদে ক্রিকেটীয় যত নিয়ম আছে সব রকম উপায়ে আউট হতে পারবে। এর সাথে যোগ হবে ছক্কা, কেউ ছক্কা হাঁকালে সে আউট হবে যদি না বল সীমানা অতিক্রম করার আগে বোলিং টিমের কোন প্লেয়ারের গা অথবা তার পরিহিত কোন কিছুকে স্পর্শ করে। সেক্ষেত্রে ব্যাটিং টিমের স্কোরে খেলার পরিস্থিতি অনুযায়ী ৪ অথবা ৮ রান (যদি পাওয়ার প্লে চলমান হয়) যোগ হবে। ক্যাচ এর বেলায় প্রান্ত বদল হবে না। নো বল এবং ফ্রিহিটে ছক্কা হাঁকালে ব্যাটসম্যান আউট হবেনা, কোন রানও হবে না। মানকাডিং এলাউড কিন্তু ব্যাটিং টিম তার আগে একটি ওয়ার্নিং পাবে। এই ওয়ার্নিং এর পরে বোলিং টিম মানকাডিং করতে পারবে। তবে এই সতর্কবার্তা ইনিংসের লাস্ট বৈধ বলের জন্য প্রযোজ্য হবে না অর্থাৎ এক্ষেত্রে বোলিং টিম কোন সতর্কবার্তা ব্যাতীত মানকাডিং করতে পারবে।  

 

৫। পাওয়ার প্লেঃ এই পাওয়ার প্লে একটু ভিন্ন ধরণের। ব্যাটিং টিমের জন্য তাদের ইনিংসের প্রথম ওভারটি পাওয়ার প্লে হিসেবে গণ্য হবে। এই ওভারে ব্যাটিং টিম যে রান করবে তা দ্বিগুণ হয়ে যাবে, উদাহরণস্বরূপঃ যদি এই ওভারে ব্যাটসম্যান ৪ মারতে পারে, সেটি ৮ রান হিসেবে গণ্য হবে। যদি ওভার শেষে ব্যাটিং টিমের রান হয় ১০ সেটি দ্বিগুণ হয়ে হয়ে যাবে ২০। রান দ্বিগুণ হওয়া ব্যাতীত আর কোন স্পেশাল নিয়ম থাকছে না এবং বাকি সব নিয়ম প্রযোজ্য হবে এই ওভারে।

 

৬। ফ্রি হিটঃ বোলিং টিম যদি নো বল করে তাহলে ব্যাটিং টিম পরবর্তী বলে ফ্রি-হিট পাবে এবং ফ্রি-হিটের সময় কোন ফিল্ডিং পজিশন চেঞ্জ করা যাবে না। ফ্রি-হিট সব রকমের নো বলের জন্য প্রযোজ্য হবে। ফ্রি হিটে ছক্কা মারলে সেটি শূন্য রান হিসেবে ধরা হবে। ফ্রি-হিটে স্টাম্পিং হবে না কিন্তু ব্যাটসম্যান রান-আউট হলে সেটি আউট বলে গণ্য হবে। 

 

৭। রানারঃ রানার নেয়া যাবে তবে সেটি শুধুমাত্র ইঞ্জুরি আক্রান্ত প্লেয়ারের জন্য এবং যদি সে দৌড়াতে সক্ষম না হয়। 

 

৮। লেগ-বাই/বাই রানঃ লেগ-বাই বা বাই রান থাকবে ট্যুর্নামেন্টে। তবে কোন ব্যাটসম্যান যদি ইচ্ছাকৃতভাবে কোনরূপ শট খেলার মানসিকতা না নিয়ে পা ব্যাবহার করে রান নেয় সেক্ষেত্রে সেই রান বাতিল বলে গণ্য হবে এবং মাঠে দায়িত্বরত আম্পায়ার এ ব্যাপারে সিদ্ধান্ত নিবেন।


 

ফিল্ডিংঃ

১। প্রতিটি টিমে বোলার ব্যাতীত ৮ জন ফিল্ডার থাকবে। প্রতিটি টিমকে অফ সাইড এবং লেগ সাইডে অন্তত ২ জন ফিল্ডার রাখতে হবে। 

 

২। ফ্রি হিটের সময় ফিল্ডিং পজিশনে কোন পরিবর্তন করা যাবে না। 

 

৩। ফিল্ডিং এর সময় কোন প্রকার গ্লাভস পরিধান করা যাবে না। 

 

৪। উইকেট-কিপিংঃ যে কেউ উইকেটকিপার হতে পারবে তবে উইকেট-কিপার পরিবর্তন কিংবা উইকেট-কিপারের জায়গা পরিবর্তনের ব্যাপারে আম্পায়ারকে অবশ্যই অবহিত করতে হবে। উইকেট কিপার কোন প্রকার গ্লাভস বা হাত মোজা পরিধান করতে পারবে না। 

 

আম্পায়ারিংঃ

১। প্রতিটি ম্যাচে তিনজন আম্পায়ার মাঠে দায়িত্বরত থাকবেন। দুইজন মেইন আম্পায়ার এবং একজন থার্ড আম্পায়ার থাকবেন কিন্তু এক্ষেত্রে থার্ড আম্পায়ারের কাজ হবে অফ সাইডে বল সীমানা অতিক্রম করেছে কি না সেটির দিকে খেয়াল রাখা। কোন রিভিউ সিস্টেম থাকবে না। মাঠের মেইন আম্পায়ার চাইলে থার্ড আম্পায়ারের সাথে কোন সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আলোচনা করতে পারবেন কিন্তু মেইন আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। 

 

২।প্রতিটি দল থেকে আম্পায়ার নেয়া হবে এবং আম্পায়ার প্যানেল ট্যুর্নামেন্টের আগে ঘোষণা করে দেয়া হবে। মাঠে আম্পায়ার সর্বময় ক্ষমতার অধিকারী তাই তাদের সিদ্ধান্তই মাঠে চূড়ান্ত বলে গণ্য হবে। 

 

ট্যুর্নামেন্ট ফরম্যাটঃ

১। লীগ ফরম্যাটঃ ৫টি টিমের প্রতিটি একে অপরের বিপক্ষে খেলবে। একটি টিম সর্বমোট ৪টি ম্যাচ পাবে। লীগ রাউন্ড শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুই দল ফাইনালে উত্তীর্ণ হবে এবং একে অপরের মুখোমুখি হবে। 

 

২। গ্রুপ স্টেজে প্রতিটি ম্যাচ জয়ের জন্য জয়ী দল ২ পয়েন্ট পাবে এবং টাই এর ক্ষেত্রে দুই দল সমান ১ পয়েন্ট করে পাবে। 

 

৩। গ্রুপ স্টেজে যদি একাধিক দলের পয়েন্ট সমান হয় সেক্ষেত্রে প্রথমে নেট রান-রেটের পার্থক্য দেখা হবে। যদি নেট রান-রেটও সমান থাকে সেক্ষেত্রে হেড-টু-হেড রেজাল্ট দেখা হবে। এক্ষেত্রেও সমতা থাকলে সবচেয়ে বেশি বাউন্ডারি হাঁকানো দল প্রাধান্য পাবে। এক্ষেত্রেও সমতা থাকলে সবচেয়ে বেশি রান করা দল প্রাধান্য পাবে। এক্ষেত্রেও সমতা থাকলে সবচেয়ে কম উইকেট হারানো দল প্রাধান্য পাবে। এক্ষেত্রেও সমতা থাকলে একটি সুপার ওভারের মাধ্যমে জয়-পরাজয় নির্ধারণ করা হবে। 

 

৪। ফাইনাল যদি নির্ধারিত ওভারের খেলা শেষে অমীমাংসিত থাকে সেক্ষেত্রে সুপার-ওভারের মাধ্যমে জয়ী দল নির্বাচন করা হবে। সুপার ওভার টাই হলে পুনরায় আরেকটি সুপার ওভার অনুষ্ঠিত হবে। এই সুপার ওভার শেষেও অমীমাংসিত থাকলে সবচেয়ে বেশি বাউন্ডারি হাঁকানো দল জয়ী হবে। সুপার ওভারে ব্যাটিং টিম সর্বোচ্চ দুই উইকেট পাবে অর্থাৎ সর্বোচ্চ তিনজন ব্যাটসম্যান ব্যাটিং করতে পারবে।

 

প্রাকৃতিক দুর্যোগঃ

১। যদি প্রাকৃতিক দুর্যোগ হানা দেয় খেলার মাঝে সেক্ষেত্রে এভার কমিয়ে আনা হবে। যদি কোন কারণে কিছু খেলা ৩০ তারিখ আয়োজন সম্ভব না হয় সেক্ষেত্রে বাকি খেলাগুলো পরদিন অথবা পরের সপ্তাহে স্থানান্তর করা হবে। এক্ষেত্রে কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। 

 

২। যদি বৃষ্টি বা অন্য কোন কারণে কোন দলের ইনিংস শেষ করা সম্ভব না হয় সেক্ষেত্রে Cricheroes এর DLS মেথড অনুসরণ করা হবে। 

 

খেলার সরঞ্জামঃ

কমিটির পক্ষে থেকে একটি ব্যাট সরবরাহ করা হবে। এছাড়াও পর্যাপ্ত বল, টেপ, স্টাম্পস কমিটি সরবরাহ করবে। 

 

স্কোরিংঃ

খেলার যাবতীয় স্কোরিং CricHeroes এ করা হবে। সব টিমকে খেলার আগেই তাদের টিম প্রোফাইল প্রস্তুত রাখার জন্য এবং ট্যুর্নামেন্টে যুক্ত হয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। 

 

নিজস্ব সতর্কতাঃ

খেলা যেহেতু কংক্রিটের মাঠে হবে তাই সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ করা হচ্ছে। সবাইকে জুতা পরিধান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। 


 

প্রাইজমানিঃ

বিরিয়ানি কোক আর পানি, আর কিছু নাই।

Score all your matches for FREE!
© CricHeroes Pvt Ltd. All rights reserved. CIN U72901GJ2016PTC092938