১.প্রতি টিমের খেলা ১০ ওভার করে।
২. প্রতিটা ইনিংস ২৫ মিনিটের মধ্যে শেষ করতে হবে।
যদি নির্ধারিত সময়ে বোলিং শেষ না করতে পারে তবে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হবে।
৩. প্রতি ইনিংসের মাঝে ২ মিনিট বিরতি থাকবে।
৪. যেকোন একজন বোলার সর্বোচ্চ ২ ওভার বল করতে পারবে।
৫. দাগে পা পড়লে সেই বল নো-বল বলে গন্য হবে।
৬. কোমড়ের উপর বল করলে তা নো-বল বলে গন্য হবে।
৭. যদি আম্পায়ারের মনে হয় যে কোন বোলার অবৈধভাবে জোরে বল করেছে তবে কোন প্রকার ওয়ার্নিং ছাড়াই নো বল কল করতে পারবে।
৮. ব্যাটসম্যান যদি মনে করে যে বোলার অবৈধভাবে জোরে বল করেছে তাহলে আম্পায়ারের কাছে আপিল করতে পারবে।
তবে এই ক্ষেত্রে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত মানা হবে।
৯. নো বলে ফ্রি হিট আছে৷ নো-বল করলে সেই বলটিতে অতিরিক্ত একরান হিসেবে কাউন্ট হবে কিন্ত নো বলে সিংগেল বা চার সহ অন্য কোন প্রকার রান কাউন্ট হবে না। নো বলের পরের বলটি ফ্রি হিট হিসেবে গণ্য হবে।
১০. ফ্রি হিট বলে শুধু ক্যাচ এবং বোল্ড আউট হবে না, বাকি যেকোন আউট হলে সেই ব্যাটসম্যান আউট বলে গন্য হবে।
১১. মাঠে কোন প্রকার হৈ চৈ করা যাবে না। কেন করা যাবে না এই ব্যাপারে ক্যাপ্টেনদের ব্রিফিং দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে জেনে নেবার অনুরোধ করা হলো।
১২. ম্যাচ অফিশিয়ালদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গন্য হবে।
যদি ম্যাচ অফিসিয়াল কোন টিমের আচরনে অসন্তুষ্ট হন তবে চাইলে তিনি টিমকে একটি ডিমেরিট পয়েন্ট দিতে পারেন। (কোন টিমের দুইটি ডিমেরিট পয়েন্ট হলে ম্যাচ খেলে প্রাপ্ত পয়েন্ট থেকে ১ পয়েন্ট কাটা যাবে, যেমন কেউ যদি তিন ম্যাচ খেলে ৯ পয়েন্ট পায় আর তাদের ৬ টি ডিমেরিট পয়েন্ট থাকে তবে সেই টিমের পয়েন্ট হবে ৬)
১৩. টুর্নামেন্টের যাবতীয় সব কিছু ক্রিক হিরোস এপের মাধ্যমে করা হয়েছে। এপে যদি ভূল আসে তবে আবেদন করা যাবে।
১৪. ম্যাচ শুরু হওয়ার ৫ মিনিট আগে মাঠে উপস্থিত থাকতে হবে। লেট করলে লেট করা টিমের ওভার কর্তন হবে।
যেকোন প্রকার অশালীন আচরণের জন্য ম্যাচ অফিশিয়াল এবং কমিটি কঠোর সিদ্ধান্ত গ্রহন করবে।