ETAB: E-Tourism Association of Bangladesh কর্তৃক আয়োজিত
#ইরাবতী_ইকো_রিসোর্ট Presents
#ইটাব_ক্রিকেট_টুর্নামেন্ট (সিজন-৪),
Powered by #এডভেঞ্চার_ম্যাডনেস, অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল ৮ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।
সকল অনলাইন ভিত্তিক ট্যাভেলিং গ্রুপের এডমিন প্যানেলদের অংশগ্রহণে এ টুর্নামেন্ট মূলত পর্যটন সেক্টর এর এক মহা মিলনমেলা।
প্রতি সিজনেই আমরা দেশের পর্যটন এলাকাগুলো নিয়েই দলের নাম দিয়ে থাকি।
বরাবরের মতোই এবারো অংশগ্রহণকারী ৬ টি দল প্রতিনিধিত্ব করছে দেশের অভ্যন্তরীণ ৬ টা ট্যুরিস্ট স্পট এর।
দলগুলোর নাম:
১. সুন্দরবন টাইগার্স
২. শ্রীমঙ্গল সিক্সার্স
৩. সেন্টমার্টিন ভাইকিংস
৪. কিংস অব কক্সবাজার
৫. কুয়াকাটা ফাইটার্স
৬. সাজেক স্ট্রাইকার্স
ভ্যেনুঃ ফার্মগেট খামারবাড়ি মোড়ে অবস্থিত ইন্দিরা রোড ক্রিকেট একাডেমি মাঠে। খেলা চলবে সকাল ৮:০০ টা থেকে রাত ৯:০০ টা পর্যন্ত।
#ETAB