test
player picture
Onuborton Premier League (OPL-2019) Season-9
Rajshahi (Bangladesh)1292 Views
08-08-2019 to 24-07-2021
  • 15Total Matches
  • 16Total Teams

Organiser's Detail

Tournament's Detail

NAME

Onuborton Premier League (OPL-2019) Season-9

DATES

08-Aug-19 to 24-Jul-21

LOCATIONS

Rajshahi (Bangladesh) - Koibortogram

Rajshahi (Bangladesh) - Goyala

BALL TYPE

TENNIS

Other Details

অনুবর্তন প্রিমিয়ার লীগ (OPL)-২০১৯ সম্মানিত টিম ম্যানেজমেন্ট আপনারা জেনে খুশি হবেন যে, অনুবর্তন ৯ম বারের মত গোয়ালা হাই স্কুল মাঠ, সাপাহার, নওগাঁয় এক জমজমাট সার্কেল ক্রিকেট টুর্নামন্টের আয়োজন করতে যাচ্ছে। আপনাদের অংশগ্রহণ ও সহযোগিতা আমাদের একান্ত কাম্য। এবারের টুর্নামেন্টের বাড়তি আকর্ষণঃ ● ক্রিকবাজ, ক্রিকইনফোর মত অনলাইনে লাইভ স্কোর আপডেট। টুর্নামেন্টের অফিসিয়াল লিঙ্ক- https://cricheroes.in/tournament/53911/OPL9 ● প্রতিটি ম্যাচের আলাদা আলাদা পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন প্রোগ্রাম। ● গুরুত্বপূর্ণ ম্যাচ সমূহ অনুবর্তনের ফেসবুক পেজ ও ইউটিউবে সরাসরি সম্প্রচার। ● কম্পিউটারাইজড ডিজিটাল স্কোরবোর্ড ও হোয়াইট বোর্ডের ব্যাবহার। ● এই প্রথম উন্নতমানের স্ট্যাম্প, সাইডস্ক্রীন সহ আধুনিক সুসজ্জিত মাঠ। ● প্রতিটি খেলোয়াড় ও দলের জন্য অনুবর্তনের স্পেশাল ফটোসেশন। ● অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার ও লীগ পদ্ধতিতে টুর্নামেন্ট পরিচালনা। প্রাইজ গ্যালারিঃ ● চ্যাম্পিয়নঃ ৫০০০ টাকা সমমূল্যের প্রাইজমানি। ● রানার্সআপঃ ৩০০০ টাকা সমমূল্যের প্রাইজমানি। ● ম্যান অফ দ্যা ম্যাচ, ম্যান অফ দ্যা সিরিজ, সর্বোচ্চা রান, সর্বোচ্চা উইকেট সংগ্রাহকের জন্য থাকবে অনুবর্তন কতৃক তৈরী করা মেডেল / ক্যাপ। অনুবর্তন প্রিমীয়ার লীগ ২০১৮ এর সংক্ষিপ্ত পরিসংখ্যানঃ ● চ্যাম্পিয়নঃ দুরন্ত কদমডাঙ্গা। ● রানার্সআপঃ ফ্রেণ্ডস ক্লাব গোয়ালা। ● ম্যান অফদ্যা টুর্নামেন্টঃ মামুন আর রশদ অনুবর্তন প্রিমীয়ার লীগ ২০১৮ এর ব্যক্তিগত সংক্ষিপ্ত পরিসংখ্যানঃ ● সেরা ব্যাটসম্যানঃ মামুন আর রশিদ ( Match: 4 Inn: 4 Run: 218 HS: 68 N/O: 2 Fiftys: 3 Avg: 109.00 SR: 168.99 ) ● সেরা বোলারঃ ফারুখ আহমেদ ( Match: 2 Inn: 2 W: 5 M: 1 Avg: 7.4 H/W: 3 Eco: 7.40 SR: 6.00 ) ● সেরা ফিল্ডারঃ মমিন রানা রকি ( Match: 3 Dissmissal: 2 Catches: 0 C&B: 0 R/O: 2 St: 0 ) শর্তাবলিঃ ১. খেলা অনুষ্ঠিত হবে অনুবর্তেনের নিজস্ব সার্কেল সংবিধান অনুযায়ী। ২. প্রতি দলে ৭ জন খেলোয়াড় খেলবে। তবে ১০ জনের নাম নিবন্ধন করতে হবে যারা কোন অবস্থাতেই অন্যকোন দলে খেলতে পারবে না। কোন দলে নিবন্ধিত হয় নি এমন খেলোয়াড়কে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করতে হলে কমিটির দেওয়া শর্ত পূরণ করতে হবে। ৩. অনুর্তনের বেঁধে দেওয়া নির্ধারিত সময়ে, চাহিদা অনুযায়ী সকল তথ্য প্রদান করতে হবে। ৪. মাঠ ফি বাবদ ১০০০/- টাকা প্রদান করতে হবে, লীগ পদ্ধতিতে খেলা পরিচালিত হবে। ৫. সাদা টেপ টেনিস বলে খেলা হবে। বল কর্তৃপক্ষ সরবরাহ করবে করবে, এছাড়া সকল কিছু ( যেমনঃ ব্যাট,পানি,জার্সি,ট্রাউজার ইত্যাদি ) নিজেদের নিয়ে আসতে হবে। ৬. প্রত্যেক খেলোয়াড়কে ক্রিকেটীয় পোশাক পরে মাঠে প্রবেশ করতে হবে। প্রত্যেক দলের জন্য একই রকম টি-শার্ট আথবা জার্সি বাধ্যতামূলক। শার্ট পরে কোন অবস্থাতেই খেলতে দেওয়া হবে না। ৭. অনুবর্তন কর্তৃক গঠিত আম্পায়ার এলিট প্যানেলের সদস্যগণ খেলা পরিচালনা করবেন। ৮. মাঠে ও মাঠের বাইরে সকল প্রকার অশোভনীয় আচরণ নিষিদ্ধ অন্যথায় এ ব্যাপারে আম্পায়ারগণ মাঠে তাৎক্ষনিক সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং পরবর্তীতিতে আচরণের ধরণ অনুযায়ী খেলোয়াড় বা দলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী ব্যাবস্থা গ্রহণ করবেন। ৯. অনুবর্তন কর্তৃপক্ষ আগের দিন ম্যাচের সময় সূচি জানিয়ে দিবেন, নির্ধারিত সময় অনুযায়ী অবশ্যই মাঠে উপস্থিত থাকতে হবে। ১০. সকাল ৮:৩০ থেকে খেলা শুরু হয়ে পরস্পর কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে তাই অনাকাঙ্ক্ষিত ভাবে কোন দলের খেলা শুরু হতে বিলম্ব হতে পারে। সেক্ষেত্রে পর্যাপ্ত সময় মাঠে থাকার প্রস্তুতি ও মানসিকতা নিয়ে আসতে হবে। ১১. অনুবর্তন কর্তৃপক্ষ টুর্নামেন্ট সম্পর্কিত সকল বিষয়/নিয়মাবলী বাতিল, পরিবর্তন বা পরিবর্ধনের অধিকার বা ক্ষমতা রাখে। [ লীগ পদ্ধতিতে টুর্নামেন্ট পরিচালনার জন্য ১৬ দল থেকে কমিয়ে এবার ১২ দলের টুর্নামেন্ট করা হবে, তাই দল সংখ্যা সীমিত। মাঠ-ফির ৫০ শতাংশ প্রি-পেইড করে দল নিবন্ধন করতে হবে। ] অনুবর্তনের সফল আয়োজন সমুহঃ ● ক্রিকেট টুর্নামেন্ট ● মিনি ফুটবল টুর্নামেন্ট ● কৃতি সংবর্ধনা ● ফ্রী মেডিকেল ক্যাম্পেইন ● ত্রান বিতরণ ● কুইজ প্রতিযোগিতা ● বনভোজন ইত্যাদি। অনুবর্তন একটি সেচ্ছাসেবী সংগঠন, ক্রিকেট টুর্নামেন্ট সহ প্রতিটি কার্যক্রমের উত্তরোত্তর সাফল্যের লক্ষ্যে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। অনুবর্তনের প্রতিটি ভালো কাজের সঙ্গি হিসেবে আপনাদের সকলকে পাশে চায় এবং সকলের সহযোগিতা কামনা করি, ধন্যবাদ। যোগাযোগঃ অনুবর্তন ০১৭৭০-৭১৫৭২৭ (অফিসিয়াল) 10onuborton@gmail.com https://www.facebook.com/groups/onuborton10 https://www.facebook.com/10onuborton https://www.facebook.com/onuborton10
Score all your matches for FREE!
© CricHeroes Pvt Ltd. All rights reserved. CIN U72901GJ2016PTC092938