test
player picture
HABRA PREMIER LEAGUE 2022
Habra, Kolkata14505 Views
03-11-2022 to 13-11-2022
  • 19Total Matches
  • 12Total Teams

Organiser's Detail

Tournament's Detail

NAME

HABRA PREMIER LEAGUE 2022

DATES

03-Nov-22 to 13-Nov-22

LOCATIONS

Kolkata - Milan Sangha, Habra

Habra - Milan Sangha Kaipukur

BALL TYPE

TENNIS

Other Details

নিয়মাবলী
 
১)   খেলাটি 12 দলীয়। 
২)   প্রত্যেক দলে 16 জন  থাকবে, তার মধ্যে 10 জন লোকাল থানা( হাবরা ও অশোকনগর) আর 6 জন   
        থাকবে বাইরে থানার মধ্যে। 
৩)   নিলাম  17  ই জুলাই 2022। (রবিবার) 
৪)    খেলাটি চারটি গ্রুপে সম্পন্ন হবে এবং প্রতিটি গ্রুপ থেকে দুটি করে টিম KNOCK OUT পর্যায়ে প্রবেশ 
       করবে |
৫)    গ্রুপ পর্যায়ের খেলাটি 10 OVER করে হবে। নক আউট  পর্যায়ে খেলাটি 12 OVER করে হবে। 
৬)   ICC  নিয়ম অনুসারে খেলাটি পরিচালনা করা হবে।
৭)    প্রত্যেক টিমকে তার সময় মতন মাঠে চলে আসতে হবে , না হলে শাস্তির মুখে পড়তে পারে। 
৮)   মাঠে ঢুকতে দেরি করলে কোন টিম , প্রতি পাঁচ মিনিটের জন্য এক OVER করে কাটা যাবে।
৯)   সময় মতন খেলা শেষ  করতে না পারলে  , যত ওভার বাকি থাকবে ব্যাটিং  টিমের, সেই টিম রান 
          রেট যা থাকবে  তার দ্বিগুণ হারে রান পরের ওভার গুলোতে অ্যাড হয়ে যাবে । 
১০)    খেলাতে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে। 
১১)     আম্পিয়ার সাথে ব্যক্তিগত কোন বাজে আচরণ করলে সেই প্লেয়ার কে পরের ম্যাচের জন্য সাসপেন্ড
         করে দেওয়া হবে। 
১২)    খেলাটিতে কোনরকম ছোড়া বল গৃহীত  হবেনা, সম্পূর্ণ ফ্রেশ অ্যাকশনে বল করতে হবে।
         (2 বার ছোড়ার জন্য নো বল হলে, সেই ম্যাচে সে আর বল করতে পারবে না).
১৩)     গ্রুপ পর্যায়ে দলের মধ্যে পয়েন্ট যদি এক হয়ে যায়, তাহলে রান রেটে যে এগিয়ে থাকবে সেই দল 
          পরের পর্যায়ে চলে যাবে। 
১৪)  রান রেট হিসাব করা হবে  ক্রিক হিরোজ অ্যাপের মাধ্যমে।
১৫) ব্যাটসম্যানরা ব্যাট করার সময় ওভারের মাঝখানে তাদের ব্যাট পরিবর্তন করতে পারবে না অপর 
       ব্যাটসম্যানের সাথে।
১৬) খেলাটি হেডলী বলে সম্পন্ন হবে। প্রত্যেক টিম খেলা শুরু হবার আগে 2 টি করে বল কমিটির থেকে
       কিনে নিতে হবে(65/-)
১৭)   সমস্ত প্লেয়ারের জার্সি ও প্লেয়ার দের টিফিন যাতায়াত খরচ টিম ওনার কে বহন করতে হবে।
১৮) টিমে সাতজন লোকাল প্লেয়ার ও চারজন বাইরের থানার প্লেয়ার খেলাতে হবে এছাড়াও ওনার যদি মনে
       করেন সাতজনের বেশি লোকাল প্লেয়ার খেলাবেন সেটাও করতে পারেন কিন্তু লোকাল সাতজন প্লেয়ার 
        কে প্রতি ম্যাচে খেলাতেই হবে।
১৯) প্রত্যেক টিম ওনার কে রিকোয়েস্ট করা হচ্ছে জার্সি ক্রিকেট খেলার জার্সি হতে হবে মানে অবশ্যই 
      কলার থাকবে কোনরূপ গোল গলা জার্সি গ্রাহ্য হবে না। জার্সির বাম দিকে উপরে আমাদের টুর্নামেন্টের 
      টাইটেল স্পনসর স্পোর্টস জংশন ডানদিকে টিমের লোগো ও নাম , মাঝখানে HPL ও তার লোগো 
      প্রিন্ট করতে হবে। লোয়ার ডিপ ব্লু অথবা ব্ল্যাক হতে হবে। এছাড়া অন্য কোনরূপ জার্সি পরে মাঠে
      নামা যাবে না।জিন্স প্যান্ট স্লিপার হাওয়াই  চটি পরে মাঠে নামা যাবে না। প্রোপার ড্রেস করে মাঠে
      নামতে হবে।
২০) যদি কোন ম্যাচ প্রাকৃতিক দুর্যোগের জন্য পরিত্যক্ত হয় তার জন্য রিজার্ভ ডে থাকবে।
২১) সমস্ত খেলা হাবড়া কইপুকুর মিলন সঙ্ঘের মাঠে অনুষ্ঠিত হবে।
২২) খেলার পরিবেশ যেন খেলায়াড় সুলভ থাকে সেই দায়িত্ব টিম ওনার দের নিতে হবে। খেলায় কোন 
       প্লেয়ার মাঠে খারাপ আচরণ করলে তাকে কমিটি তিন বছরের জন্য ব্যান করতে বাধ্য থাকবে।
২৩) যদি ওনার কোন প্লেয়ার কে রিপ্লেস করতে চান সঠিক কারণ দেখিয়ে তবেই করতে হবে নচেৎ কমিটি 
       সেই টিম ওনার বা টিম কে তৎক্ষণাৎ ব্যান করবে।
২৪) কোন টিম ওনার বা টিমের প্লেয়ার অন্য কোনো টিম ওনার বা প্লেয়ার কে কোনো কিছু বিনিময়ে 
        প্রভাবিত করতে পারবেন না যদি সেরকম কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে সেই প্লেয়ার বা ওনার বা 
        টিম কে তিন বছরের জন্য ব্যান করা হবে।
 
 
**   বিশেষ দ্রষ্টব্য : নিয়ম ও সময় প্রয়োজনে পরিবর্তিত হতে পারে।  **
Score all your matches for FREE!
© CricHeroes Pvt Ltd. All rights reserved. CIN U72901GJ2016PTC092938