test
player picture
Dhaka Govt. Muslim High School T10 Cricket premier League (MSPL - Season 1 - 2022)
Dhaka (Bangladesh)11711 Views
03-11-2022 to 03-02-2023
  • 25Total Matches
  • 7Total Teams

Organiser's Detail

Tournament's Detail

NAME

Dhaka Govt. Muslim High School T10 Cricket premier League (MSPL - Season 1 - 2022)

DATES

03-Nov-22 to 03-Feb-23

LOCATIONS

Dhaka (Bangladesh) - Dhaka Govt Muslim High School Play Ground

BALL TYPE

TENNIS

Other Details

।।। ।।।।।।।।।  খেলার নিয়ামাবলি।।।।।।।।  

# সকল দল ১১ জন স্কোয়াড নিয়ে মাঠে নামতে পারবে। 

# প্রতিটি দলের বোলার সর্বোচ্চ দুইজন ৩ ওভার বল করতে পারবে। 

# খেলা শুরু হওয়ার ৩০ মিনিট আগে স্কুলের মাঠে উপস্থিত থাকতে হবে ।

# একটি দলকে ১ম ইনিংস ৫০ মিনিটের মধ্যে ১০ ওভার সম্পূর্ণ করতে হবে।  নির্ধারিত সময়ে সম্পূর্ণ করতে না পারলে ২য় ইনিংসে ১ ওভার কম খেলতে হবে।

# খেলা শুরুর আগে প্লেয়িং ১১ জনের নাম দিতে হবে। আর তারাই খেলবে পারবে এবং যদি খেলা শুরু হয়ে যায় তারপর ও কোন খেলোয়াড় অনুপস্থিত থাকে তাহলে ওই খেলোয়াড়  মাঠে নামতে পারবে না।তার বদলে স্কোয়াডে থাকা অন্য খেলোয়াড় নিয়ে মাঠে নামতে হবে। 

# সকল দল কে জার্সি , ট্রাউজার ও কেডস পড়ে মাঠে নামতে হবে। 
খেলার তারিখ বা সময় পরিবর্তন করার জন্য আবেদন করতে পারবে না।  

# বিশেষ প্রয়োজনে কমিটি পরিবর্তন করতে পারবে। 

# গ্রুপে প্রতি খেলায় বিজয়ী দলকে ২ পয়েন্ট করে দেয়া হবে। 

# বৈড়ি আবহাওয়ার কারণে যদি খেলা না হয় তাহলে ২দলকেই সমানভাবে পয়েন্ট ভাগ করে দেয়া হবে।

# আপত্তিকর কোন খেলোয়াড় বল করতে পারবে না।(চাক/হাত ভেঙে এমন)

 # খেলা শুরু হওয়ার আগে ২ দলের অধিনায়ক বল চেক করে খেলতে নামবে। 

 # খেলায় অখেলোয়াড় সুলভ আচরণ করা যাবে না।

# আম্পায়ারের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গন্য হবে।

# খেলা শুরু থেকে শেষ পযন্ত ৩জন খেলোয়াড়কে শটে ফেল্ডিং করতে হবে।

# এল,বি,ডাব্লিউ বাদ আর ম্যানকেডিং নিয়মটা তে একবার ওয়ারনিং দিবে আম্পায়ার পরে একই ভুল করলে যদি বোলার রান আউট করে দেয় তাহলে সেটা আউট হিসেবে গণ্য হবে।
বাকি সকল সিস্টেমে খেলা হবে। 

# স্ট্রাইকার ব্যাটসম্যান ক্যাচ আউট হলে নন স্ট্র‍্যাইকার ব্যাটসম্যান স্ট্র‍্যাইক নিতে পারবে না। নতুন ব্যাটসম্যান এসে স্ট্র‍্যাইক নিবে।

# স্কুলের প্রাক্তন ছাত্র ছাড়া বাইরের কেউ এই টুর্নামেন্ট অংশগ্রহণ করতে পারবেনা।  যদি কোন দল সেটা করে তাহলে ওই দলকে বহিস্কার করে দেয়া হবে।
Score all your matches for FREE!
© CricHeroes Pvt Ltd. All rights reserved. CIN U72901GJ2016PTC092938