NAME
Birdol Premier League-2022(5th,T10BPL)
DATES
31-Jan-22 to 17-Mar-22
LOCATIONS
Sylhet - Jagoroni Cricket Ground,Birdol,Kanaighat
Sylhet - JAGORONI CRICKET GROUND,BIRDOL
জাগরণী ক্রিকেট ক্লাব, বীরদল কর্তক আয়োজিত ৫ম আসরের বীরদল প্রিমিয়ার লীগ-২০২২ইং ।(বিপিএল-২২ইং)।উক্ত প্রিমিয়ার লীগ ৫টি দল নিয়ে সাজানো ।প্রত্যেক ম্যাচে রয়েছে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার এছাড়াও টুর্ণামেন্টে ভালো খেলা ও পারফরমারদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার।
স্থানঃ৬নং সদর কানাইঘাট, বীরদল খালোমুরা সংলগ্ন পূর্ব মাঠ,বীরদল বাজার, কানাইঘাট, সিলেট।
- খেলা আইসিসির সকল নিয়ম অনুযায়ী পরিচালিত হবে।
- লীগটি আইপিএল এর নিয়মঅনুযায়ী প্রতিটি ম্যাচের জন্য পয়েন্ট নির্ধারণ থাকবে এবং প্রতিটি টিম একে অপরের সাথে দু'বার মোকাবেলা করবে এবং বিজয়ী টিম ২টি করে পয়েন্ট পাবে ।
- এবং পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান যে দল দখল করবে সেই দল সরাসরি ফাইনাল খেলার মর্যাদা লাভ করবে তাছড়া ২/৩ নাম্বার পজিশনে যে দুইটি দল থাকবে তাদের মধ্যে সেমিফাইনাল ম্যাচ হবে তারপর সরাসরি ফাইনাল ।
- খেলা চলাকালীন সময়ে খেলার সকল সিদ্ধান্ত আম্পায়ারের সর্ব সিদ্ধান্ত চূড়ান্ত। তাছাড়া যদি কোন প্লেয়ার বা টিম আম্পায়ারের সাথে তর্কে জড়িত হয় তার বিরুদ্ধে লীগ কর্তৃপক্ষ কঠোর ব্যাবস্থা নিতে বাধ্য থাকিবে ।
পুরস্কার সমূহঃ
- চ্যাম্পিয়ন্স দলঃ ৪০০০ টাকা মাত্র।
- রানার্স আপ দলঃ ২০০০ টাকা মাত্র।
- ৩য় স্থানঃ ১৫০০ টাকা মাত্র।
- ৪র্থ স্থানঃ ১০০০ টাকা মাত্র।