test
player picture
Birdol Premier League-2022(5th,T10BPL)
Sylhet3346 Views
31-01-2022 to 17-03-2022
  • 22Total Matches
  • 5Total Teams

Organiser's Detail

Tournament's Detail

NAME

Birdol Premier League-2022(5th,T10BPL)

DATES

31-Jan-22 to 17-Mar-22

LOCATIONS

Sylhet - Jagoroni Cricket Ground,Birdol,Kanaighat

Sylhet - JAGORONI CRICKET GROUND,BIRDOL

BALL TYPE

TENNIS

Other Details

জাগরণী ক্রিকেট ক্লাব, বীরদল কর্তক আয়োজিত ৫ম আসরের বীরদল প্রিমিয়ার লীগ-২০২২ইং ।(বিপিএল-২২ইং)।উক্ত প্রিমিয়ার লীগ ৫টি দল নিয়ে সাজানো ।প্রত্যেক ম্যাচে রয়েছে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার এছাড়াও টুর্ণামেন্টে ভালো খেলা ও পারফরমারদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার।
স্থানঃ৬নং সদর কানাইঘাট, বীরদল খালোমুরা সংলগ্ন পূর্ব মাঠ,বীরদল বাজার, কানাইঘাট, সিলেট।
  • বিপিএল খেলার নিয়মাবলীঃ
  1. খেলা আইসিসির সকল নিয়ম অনুযায়ী পরিচালিত হবে।
  2. লীগটি আইপিএল এর নিয়মঅনুযায়ী প্রতিটি ম্যাচের জন্য পয়েন্ট নির্ধারণ থাকবে এবং প্রতিটি টিম একে অপরের সাথে দু'বার মোকাবেলা করবে এবং বিজয়ী টিম ২টি করে পয়েন্ট পাবে ।
  3. এবং পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান যে দল দখল করবে সেই দল সরাসরি ফাইনাল খেলার মর্যাদা লাভ করবে তাছড়া ২/৩ নাম্বার পজিশনে যে দুইটি দল থাকবে তাদের মধ্যে সেমিফাইনাল ম্যাচ হবে তারপর সরাসরি ফাইনাল ।
  4. খেলা চলাকালীন সময়ে খেলার সকল সিদ্ধান্ত আম্পায়ারের সর্ব সিদ্ধান্ত চূড়ান্ত। তাছাড়া যদি কোন  প্লেয়ার বা টিম আম্পায়ারের সাথে তর্কে জড়িত হয় তার বিরুদ্ধে লীগ কর্তৃপক্ষ কঠোর ব্যাবস্থা নিতে বাধ্য থাকিবে ।
 পুরস্কার সমূহঃ
  1. চ্যাম্পিয়ন্স দলঃ ৪০০০ টাকা মাত্র।
  2. রানার্স আপ দলঃ ২০০০ টাকা মাত্র।
  3. ৩য় স্থানঃ ১৫০০ টাকা মাত্র।
  4. ৪র্থ স্থানঃ ১০০০ টাকা মাত্র।
  • ধন্যবাদ সবাইকে ।



Score all your matches for FREE!
© CricHeroes Pvt Ltd. All rights reserved. CIN U72901GJ2016PTC092938