test
player picture
Ameture Cricket Tournament
Dhaka (Bangladesh)640 Views
29-08-2021 to 30-08-2021
  • 5Total Matches
  • 4Total Teams

Organiser's Detail

Tournament's Detail

NAME

Ameture Cricket Tournament

DATES

29-Aug-21 to 30-Aug-21

LOCATIONS

Dhaka (Bangladesh) - NDE SPORTS GROUND

BALL TYPE

TENNIS

Other Details

প্রিয় বসুন্ধরা নাইট ক্রিকেটার্স, 

টুর্নামেন্ট বিস্তারিত নিচে দেওয়া হলঃ

তারিখ: ৩০/০৮/২০২১ (সোমবার- সরকারি ছুটি) 

সময় : সকাল ৮:০০ মি: থেকে দুপুর ২:৩০ মি:। 

স্থান - NDE SPORTS FACILITY (ব্লক: জি, রোড: ০৫, বসুন্ধরা আবাসিক)

দল সংখ্যা - ০৪ টি দল (১০ জন করে প্রতি দল)

- প্রতিটি দল ০২টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। 

- টপ দুইটি দল ফাইনাল খেলবে।

প্রতি ইনিংস - ১০ ওভার। (৫ জন বোলার এর ওভার লিমিট ০২ ওভার)

ইনিংস সময় - ৩০ মিনিট (০২ মিনিট ইনিংস ব্রেক) টাই ম্যাচ - ০৫ টা করে বোল-আউট করে রেজাল্ট হবে।

পুরস্কার – 

০১. চ্যাম্পিয়ন টিম - ২০০০ টাকার প্রাইজবন্ড ।

০২. রানার্স আপ টিম- ১০০০ টাকার প্রাইজবন্ড। 

০২. ম্যান অব দ্য টুর্নামেন্ট- ৫০০ টাকার প্রাইজবন্ড ।

০৩.  ম্যান অব দ্য ম্যাচ- ৩০০ টাকার প্রাইজবন্ড । 

০৫. বেস্ট ব্যাটসম্যান অফ দ্যা টুর্নামেন্ট- ৪০০ টাকার প্রাইজবন্ড ।

০৬. বেস্ট বোলার অফ দ্যা টুর্নামেন্ট- ৪০০ টাকার প্রাইজবন্ড । 

আম্পায়ার : বিসিবি র আম্পায়ার দারা খেলা পরিচালনা করা হবে। 

ডিশিসনঃ যে কোন অবস্থার জন্য আম্পায়ার এবং কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। 

এই গ্রুপের বাইরে কেউ টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন না। নিজের রেজিষ্ট্রেশন নিজেকেই করতে হবে।

* কমিটি যে কোন সময় যে কোন সিদ্ধান্ত গ্রহন করেন পারবেন।
Score all your matches for FREE!
© CricHeroes Pvt Ltd. All rights reserved. CIN U72901GJ2016PTC092938