প্রিয় বসুন্ধরা নাইট ক্রিকেটার্স,
টুর্নামেন্ট বিস্তারিত নিচে দেওয়া হলঃ
তারিখ: ১৫/০৮/২০২১ (রবিবার- সরকারি ছুটি)
সময় : সকাল ৮:০০ মি: থেকে দুপুর ১:০০ মি:।
স্থান - NDE SPORTS FACILITY (ব্লক: জি, রোড: ০৫, বসুন্ধরা আবাসিক)
ফিক্সচার- ১৩ তারিখ দিয়ে দেয়া হবে।
দল সংখ্যা - ০৩ টি দল (১০ জন করে প্রতি দল) ম্যাচ সংখ্যা
- প্রতিটি দল ০২টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।
- টপ দুইটি দল ফাইনাল খেলবে।
প্রতি ইনিংস - ১২ ওভার। (২ জন বোলার এর ওভার লিমিট ০৩ ওভার)
ইনিংস সময় - ৩০ মিনিট (০২ মিনিট ইনিংস ব্রেক)
টাই ম্যাচ - ০৫ টা করে বোল্ড -আউট করে রেজাল্ট হবে।
পুরস্কার –
০১. চ্যাম্পিয়ন টিম - ২০০০ টাকার প্রাইজবন্ড ।
০২. ম্যান অব দ্য টুর্নামেন্ট- ৫০০ টাকার প্রাইজবন্ড ।
০৩. ম্যান অব দ্য ম্যাচ- ৩০০ টাকার প্রাইজবন্ড ।
০৫. বেস্ট ব্যাটসম্যান অফ দ্যা টুর্নামেন্ট- ৪০০ টাকার প্রাইজবন্ড ।
০৬. বেস্ট বোলার অফ দ্যা টুর্নামেন্ট- ৪০০ টাকার প্রাইজবন্ড ।
ডিশিসনঃ যে কোন অবস্থার জন্য আম্পায়ার এবং কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত।
এই গ্রুপের বাইরে কেউ টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন না। নিজের রেজিষ্ট্রেশন নিজেকেই করতে হবে।
* কমিটি যে কোন সময় যে কোন সিদ্ধান্ত গ্রহন করেন পারবেন।