"বজ্ঞবন্ধু প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২১" এর খেলার নিয়মাবলীঃ
১. খেলাটি মোট ১৬ ওভারে অনুষ্ঠিত হইবে।
২. খেলাটি আন্তর্জাতিক নিয়মে পরিচালিত হইবে।
৩. খেলাটি লীগ পদ্ধতিতে পরিচালিত হইবে।
৪. খেলাটি সম্পূর্ণ টেপ টেনিস বল দ্বারা পরিচালিত হইবে।
৫. এন্ট্রি ফি বাবদ ৫০০ টাকা এবং খেলার পূর্বেই মাঠ ফি পরিশোধ করতে হইবে।
৬. এক দলের খেলোয়াড় অন্য দলে খেলতে পারিবে না ।
৭. মাঠে খেলোয়াড়ের সাথে সুলভ আচরন করতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হইবে।
৮. খেলা চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হইবে।
৯. নির্ধারিত সময়ে মাঠে উপস্থিত না হলে প্রতিপক্ষ দলকে বিজয়ী বলে ঘোষণা করা হইবে। নির্ধারিত সময়ের ১৫ মিনিট পূর্বে টস অনুসঠিত হইবে।
১০. কোন দলের কোন প্রকার অভিযোগ থাকলে তা কর্তৃপক্ষকে জানাতে হবে এবং কর্তৃপক্ষ তা বিবেচনা করে বিচার করবে।
১১. প্রাকৃতিক কারন বসতঃ খেলার সময়সূচী পরিবর্তন হতে পারে।
১২. প্রত্যেক দলকে বল এবং স্ট্যাম্প ব্যতীত খেলার যাবতীয় সরঞ্জাম সঙে আনতে হইবে।
১৩. প্রতীক দলের আলাদা আলাদা দলীয় পোশাক থাকতে হইবে।
১৪. প্রত্যেক খেলায় ম্যান অব-দ্যা ম্যাচ পুরস্কার দেওয়া হইবে।
১৫. কর্তৃপক্ষের চোখে যে খেলোয়াড় উপযুক্ত নয় তাকে বহিষ্কার করা হইবে।
১৬. বিজয়ী দলকে ২ টি মোবাইল ফোন /২০০০ টাকা এবং রানার্স আপ দলকে একটি মোবাইল ফোন বা ১২০০ টাকা পুরস্কার দেওয়া হইবে।
আয়োজনেঃ দুর্গাপূর স্পোর্টস এসেশিয়েশন।