Organiser's Detail
Tournament's Detail
NAME
Ha-Meem Group Tongi Zone Cricket Tournament 2025
DATES
11-Apr-25 to 21-May-25
LOCATIONS
Dhaka (Bangladesh) - Tongi Istema
Dhaka (Bangladesh) - Tongi Ijtema Field
Other Details
১/প্রতিটি খেলায় ১১ জন খেলোয়াড় অংশ নিতে পারবে। এবং ৪ জন অতিরিক্ত খেলোয়াড় থাকবে।
২/খেলাটি লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
৩/ খেলায় এক ইউনিটের খেলোয়াড় অন্য ইউনিটে অংশগ্রহণ করতে পারবে না এবং হা-মিম গ্রুপ টুঙ্গী জুনের কর্মকর্তা কর্মচারী ছাড়া অন্য কেউ খেলায় অংশ গ্রহণ করতে পারবে না।
৪/ খেলায় আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
৫/ খেলাটি ১২ ওভারের মধ্যে সিমাবদ্ধ থাকবে।
৬/প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার পূর্বে একটি নতুন বল ও একটি নতুন লাল টেপ এবং এন্টি ফি ২০০০/= (দুই হাজার)টাকা জমা দিতে হবে।
৭/খেলা শুরু হওয়ার ১৫ মিনিট পূর্বে মাঠে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত সময়ের উপস্থিত না থাকলে প্রতি ১০ মিনিটে ১ ওভার কাটা হবে।
৮/খেলাটি আন্তর্জাতিক নিয়মে পরিচালিত হবে কিন্তু LBW আউট থাকবে না।
৯/ টুর্নামেন্ট প্রতিটি ইউনিট থেকে কমপক্ষে ২জন করে মূল কমিটিতে থাকবে।
১০/ খেলা চলাকালীন সময়ে কেউ যদি কোন ধরণের বিশৃঙ্খলা বা বিক্ষুব্ধ আচারণ করে, তার বিরুদ্ধে কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।