Organiser's Detail
Tournament's Detail
NAME
T-10 Cricket Tournament 2025
DATES
11-Jan-25 to 01-Feb-25
LOCATIONS
Sylhet - Ujanipara Super Stars Cricket Ground,Manikgonj Bazar, Kanaighat
Other Details
১। গ্রামভিত্তিক ও উন্মুক্ত দুইটি আলাদা গ্রুপে খেলা চলবে। গ্রামভিত্তিক ও উন্মুক্ত দুইটি গ্রুপে টিম দিতে ইচ্ছুক হলে, দুইটি গ্রুপে আলাদা আলাদা টিম এন্ট্রি করতে হবে।
✪✪✪খেলায় গ্রামভিত্তিক টিম গ্রামভিত্তিক টিমের সাথে মোকাবেলা করবে এবং উন্মুক্ত টিম উন্মক্ত টিমের সাথে মোকাবেলা করবে।
২। এক টিমের প্লেয়ার অন্য টিমে খেলতে পারবে না অর্থাৎ গ্রামের এক টিমের প্লেয়ার অন্য টিমে খেলতে পারবে না এবং উন্মুক্ততেও এক টিমের প্লেয়ার অন্য টিমে খেলতে পারবে না।
[বিঃদ্রঃ শুধু ফাইনাল ম্যাচ উন্মুক্ত, যে কোন টিমে যে কোন প্লেয়ার খেলতে পারবে]
৩। আগামী ১২ জানুয়ারী,২০২৫ইং এর মধ্যে নির্ধারিত এন্ট্রি ফি এর অর্ধেক বিকাশ নাম্বারে অগ্রীম ৩০০টাকা পেমেন্ট করে টিম কনর্ফাম করতে হবে এবং বাকি অর্ধেক ফি মাঠে এসে পরিশোধ করতে হবে।
৪।আগামী ৩০ জানুয়ারীর মধ্যে টুর্নামেন্টটি পুরো সম্পন্ন করা হবে।
৫।প্রতিদিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে সকাল ১০টা ও বিকাল ৩ ঘটিকায়। প্রত্যেককে খেলা ৩০ মিনিট পূর্বে মাঠে উপস্থিত থাকতে হবে।