৪র্থ রামভোলা প্রিমিয়ার লিগ (ক্রিকেট)-এর বর্ধিত নিয়মাবলিগুলিঃ
১। পূর্ববর্তী বছরগুলির মতোই প্রথম ৩ওভার পাওয়ারপ্লে, বাকি ওভারগুলিতে সর্বোচ্চ ৫জন সার্কেলের বাইরে। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ১৪ ওভার (৪ওভার পাওয়ারপ্লে), ফাইনাল ১৬ওভার (৫ ওভার পাওয়ারপ্লে) এ অনুষ্ঠিত হবে।
২। প্রতিটি ইনিংস ৫০মিনিটের মধ্যে শেষ করতে হবে, (বল এভেইলেভেল রাখা হবে, নাহলে ওইটুকু সময় যোগ হবেনা)অন্যথায় বোলিং টিম কে বাকি ওভার গুলির জন্য বাকি ওভার× রানরেট× ৩ এই ফর্মুলায় পেনাল্টি করা হবে।
৩। প্রতিটি টিম খেলার শুরুর সময়ের ১০মিনিট আগে ক্রিক হিরোস (লিংক সময়ে দেওয়া হবে) এপ-এ টীম এড করতেই হবে, ও ৫মিনিট আগে টস অনুষ্ঠিত হবে। নির্দিষ্ট সময়ে টিম না নামলে প্রতি ৫মিনিটে ১ওভার করে কেটে নেওয়া হবে।
*বেশিরভাগদিন ৪টি করে ম্যাচ করতে আমরা বাধ্য তাই সময়ের দিকটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরে ২ ও ৩ নং নিয়মগুলো প্রযোজ্য করা হলো।
বিঃদ্রঃ ২০০৩ সালের টিমের বদলে কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে বর্তমান বিদ্যালয়ের দল খেলবে এবং আজকের মধ্য ২০টি দলের অধিনায়কের নাম ও নাম্বার আমাকে বা গ্রুপে দিন নুতন হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানোর জন্য।
রাহুল কুমার রায়
সভাপতি,
আর.বি.পি.এল.।