test
player picture
VISHAL EMPORIUM RAMBHOLA PREMIERE LEAGUE
Cooch Behar34564 Views
20-12-2024 to 26-01-2025
  • 47Total Matches
  • 20Total Teams

Organiser's Detail

Tournament's Detail

NAME

VISHAL EMPORIUM RAMBHOLA PREMIERE LEAGUE

DATES

20-Dec-24 to 26-Jan-25

LOCATIONS

Cooch Behar - Rambhola High School

BALL TYPE

TENNIS

Other Details

Champion team will get 30K (Thirty Thousands) with Running Trophy and Runners will get 20K (Twenty Thousands) with Running Trophy..

৪র্থ রামভোলা প্রিমিয়ার লিগ (ক্রিকেট)-এর বর্ধিত নিয়মাবলিগুলিঃ
১। পূর্ববর্তী বছরগুলির মতোই প্রথম ৩ওভার পাওয়ারপ্লে, বাকি ওভারগুলিতে সর্বোচ্চ ৫জন সার্কেলের বাইরে। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ১৪ ওভার (৪ওভার পাওয়ারপ্লে), ফাইনাল ১৬ওভার (৫ ওভার পাওয়ারপ্লে) এ অনুষ্ঠিত হবে।
২। প্রতিটি ইনিংস ৫০মিনিটের মধ্যে শেষ করতে হবে, (বল এভেইলেভেল রাখা হবে, নাহলে ওইটুকু সময় যোগ হবেনা)অন্যথায় বোলিং টিম কে বাকি ওভার গুলির জন্য বাকি ওভার× রানরেট× ৩ এই ফর্মুলায় পেনাল্টি করা হবে।
৩। প্রতিটি টিম খেলার শুরুর সময়ের ১০মিনিট আগে ক্রিক হিরোস (লিংক সময়ে দেওয়া হবে) এপ-এ টীম এড করতেই হবে, ও ৫মিনিট আগে টস অনুষ্ঠিত হবে। নির্দিষ্ট সময়ে টিম না নামলে প্রতি ৫মিনিটে ১ওভার করে কেটে নেওয়া হবে।
*বেশিরভাগদিন ৪টি করে ম্যাচ করতে আমরা বাধ্য তাই সময়ের দিকটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরে ২ ও ৩ নং নিয়মগুলো প্রযোজ্য করা হলো।

বিঃদ্রঃ ২০০৩ সালের টিমের বদলে কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে বর্তমান বিদ্যালয়ের দল খেলবে এবং আজকের মধ্য ২০টি দলের অধিনায়কের নাম ও নাম্বার আমাকে বা গ্রুপে দিন নুতন হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানোর জন্য। 
রাহুল কুমার রায় 
সভাপতি, 
আর.বি.পি.এল.।

Score all your matches for FREE!
© CricHeroes Pvt Ltd. All rights reserved. CIN U72901GJ2016PTC092938