Organiser's Detail
Tournament's Detail
NAME
Bangabandhu Champions League
DATES
07-Jun-24 to 28-Jun-24
LOCATIONS
Dhaka (Bangladesh) - Govt. Teachers Training College
Other Details
°° বঙ্গবন্ধু চ্যাম্পিয়নস লিগ °°
স্থান : সরকারি টিচার্স ট্রেনিং কলেজ
খেলার নিয়মাবলী :
০১. খেলায় অংশগ্রহণের জন্য প্রত্যেক খেলোয়াড়কে অবশ্যই ১৮ নং ওয়ার্ড এর ভোটার হতে হবে। জাতীয় পরিচয় পত্র না থাকলে জন্মসনদ কিংবা পাসপোর্ট থাকতে হবে নতুবা খেলোয়াড়দের পিতা/মাতার জাতীয় পরিচয় পত্র জমা দিতে হবে।
০২. খেলায় অংশগ্রহণের জন্য প্রত্যেক টিম এন্ট্রি ফি বাবদ ৩০০০/- (তিন হাজার) টাকা ০৭-০৫-২০২৪ইং তারিখ এর মধ্যে জমা দিয়ে খেলায় অংশগ্রহণ করতে হবে।
০৩. প্রতি ক্রিকেট দলে অধিনায়ক ও সহ-অধিনায়ক সহ ১৩ জন খেলোয়াড় থাকবে এবং ১১ জন খেলোয়াড় মূল স্কোয়াডে খেলতে পারবে।
[শর্ত-একই খেলোয়াড় একাদিক দলে খেলতে পারবে না।
০৪. টুর্নামেন্টে প্রতি ইনিংস ২০ ওভারে অনুষ্ঠিত হবে এবং প্রত্যেক বোলার সর্বচ্চো ০৪ ওভার বল করতে পারবে।
০৫. প্রত্যেক দলকে ম্যাচের নির্ধারিত সময়ের ১৫ মিনিট পূর্বে মাঠে উপস্থিত থাকতে হবে।
০৬. খেলায় দু'জন আম্পায়ার থাকবেন। তারা খেলার নিয়ম-কানুন প্রয়োগ করে যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আম্পায়ার এর সিদ্ধান্ত অমান্য করলে ওই দল বাতিল বলে বিবেচিত হবে। খেলায় ৩য়-আম্পায়ার বা রিভিউ সিস্টেম না থাকায় Leg Before Wicket (LBW) নাই।
০৭ . খেলায় বাই, ওভারড্রোসহ সকল ধরনের অতিরিক্ত রান থাকবে।
০৮. প্রত্যেক খেলোয়াড়কে অবশ্যই কেডস এবং জার্সি পরিধান করে মাঠে নামতে হবে।কেডস এবং জার্সি ছাড়া কোন খেলোয়াড়কে মাঠে নামতে দেয়া হবে না।
০৯. দুটি group এ বিভক্ত করে খেলা পরিচালিত হবে। প্রত্যেক group এ 4 টি করে টিম থাকবে এবং group এ দুই group এ শীর্ষ দুই টিম অর্থ্যৎ শীর্ষ চার দল semifinal এ যাবে এবং পরবর্তীতে সেমিফাইনাল বিজয়ীরা final খেলবে।
১০. ক্রিকহিরোস (Cricheroes) অ্যাপন্স এর মাধ্যমে 'লিগ সিস্টেমে' খেলা পরিচালিত হবে। এবং ম্যান অব দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা সিরিজ, বেস্ট ব্যাটসম্যান, বেস্ট বোলার ও পয়েন্ট টেবিল অ্যাপস এর মাধ্যমে নির্ধারণ করা হবে। পয়েন্ট টেবিলে শির্ষে থাকা দুই দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
১১. খেলায় মূল একাদশে অংশগ্রহণের জন্য একজন খেলোয়াড়কে অন্তত প্রথম ইনিংস-এর ১০ ওভার মাঠে উপস্থিত থাকতে হবে অন্যথা সেই খেলোয়াড় উক্ত খেলায় অংশগ্রহণ করতে পারবে না।
১২. আহত হওয়া ব্যাতিত কোন ব্যাটসম্যান রিটায়ার্ড হতে পারবে না এবং রিটায়ার্ড ব্যাটসম্যান পুণরায় ব্যাটিং-এ নামতে হলে তাকে আন্তর্জাতিক নিয়ম মেনে নামতে হবে।
১৩. বিপজ্জনকভাবে বোলিং করলে বা বল সরাসরি ব্যাটসম্যানের কোমরের উপর দিয়ে গেলে বলটি নো-বল হিসেবে গণ্য হবে। শর্ত-বল
যেভাবেই অতিবাহিত হোক না কেন বলটি স্ট্যাম্প স্পর্শ করলে তাহলে আউট বলে গণ্য হবে নো-বোল হবে না।
১৪. ডিসমিসের শিকার ব্যাটসম্যানের পরিবর্তে নতুন ব্যাটসম্যানকে ২ মিনিটের মধ্যে বল মোকাবেলা বা অন্য প্রান্তের অবস্থানকারী
১৫. ব্যাটসম্যানের সঙ্গী হিসেবে ক্রিজে প্রস্তুত থাকতে হবে। অন্যথায় নতুন ব্যাটসম্যান টাইমড আউট হবেন। . খেলা চলাকালীন প্রতিপক্ষের সম্মতি ছাড়াই ও বল ব্যাটে স্পর্শ করার পূর্বেই কোন ব্যাটসম্যান বল হাতে ধরলে তিনি আউট বলে গণ্য হবে।
১৬. খেলায় সর্বোচ্চ রান সংগ্রহকারী দল বিজয়ীরূপে ঘোষিত হবে। কোন কারণে উভয় দলের রান সংখ্যা সমান হলে খেলাটি টাই বলে গণ্য হবে এবং পরবর্তীতে সুপার ওভারের মাধ্যমে খেলার ফলাফল চুড়ান্ত করা হবে।
১৭. অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা কিংবা বৃষ্টি হলে উক্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হবে এবং দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে নেয়া হবে ।
১৮. মাঠে কোন দলের খেলোয়াড় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এবং অশ্লীল আচরণ করলে তাকে উক্ত টুর্নামেন্ট হতে বহিষ্কার করা হবে।
১৯.. সকল প্রকার সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা খেলা পরিচালনা কমিটির এবং অন্যান্য দলগুলো তা মানতে বাধ্য থাকবে।