CRIC BROZ
T-20 CRICKET TOURNAMENT - 2024
SEASON - 6
POWERED BY "DREAM COMPOSITE"
START : 10 MAY 2024.
FIELD : 300 FEET, 11 NUMBER SECTOR, TALGACH FIELD.
? খেলা টি - ২০ ফরমেটে হবে। প্রতি ইনিংস ২০ ওভার করে পরিচালিত হবে।
?২০ ওভারের মধ্যে প্রথম ৬ ওভার পাওয়ার প্লে থাকবে।
?পাওয়ার প্লেতে ৩ জন ফিল্ডার সার্কেল এর বাহিরে থাকতে পারবে এবং পাওয়ার প্লে শেষ হলে ৬ জন ফিল্ডার সার্কেল এর বাহিরে থাকতে পারবে।
?একজন বোলার সর্বোচ্চ ৪ ওভার বল করতে পারবে।
? খেলায় মিনিমাম ৬জন বোলার ব্যবহার করতে হবে।
প্রতি ইনিংসে একটি দলের ৪ জন বোলার সর্বোচ্চ ৪ ওভার বল করার সুযোগ পাবে।
?খেলার আগে প্রাকৃতিক কোনো দুর্যোগ হলে খেলা রিজার্ভ ডে তে যাবে কিন্তু খেলা চলাকালীন সময়ে প্রাকৃতিক কোনো দুর্যোগ হলে উক্ত খেলা ডিএল মেথড অথবা পয়েন্ট ভাগাভাগি করে ফলাফল নির্ধারণ হবে। ২য় ইনিংসে মিনিমাম ৫ ওভার খেলা হলেই রেজাল্ট ডিএল মেথডের মাধ্যমে ফলাফল নির্ধারন করা হবে ।
?খেলা বুম ব্লাস্ট গোল্ড/প্রো ইয়াং বল এবং সাদা টেপ দিয়ে পরিচালিত হবে।
?খেলায় কোন রানার থাকবে না এবং অনফিল্ড আম্পায়ার এর যেকোন ডিসিশন ফাইলাল বলে গণ্য হবে, আম্পায়ার এর কোন ডিসিশন রিভিউ করা হবে না। শুধুমাত্র ৫০/৫০ আউট এর কল গুলার ক্ষেত্রে ক্যাপ্টেনের আপিলের পরিপ্রেক্ষিতে আম্পায়ার চাইলে ম্যাচ রেফারির সাহায্য নিতে পারবে।
? খেলা চলাকালীন সময়ে যদি কেউ কোনো প্রকার বাজে আচরণ করে তাহলে তার বিরুদ্ধে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে ।
?এলবিডাব্লিউ ও মানকান্ড আউট ছাড়া বাকি সব আউট থাকবে।
? খেলা শুরু হওয়ার নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনো টিম মাঠে উপস্থিত না থাকে তাহলে প্রতি ৬ মিনিটে উক্ত টিমের ১ ওভার করে কর্তন করা হবে।
? পরবর্তীতে টুর্নামেন্টের সুবিধার্থে কমিটির সিদ্ধান্তক্রমে যেকোনো নিয়মের সংশোধন সংযোজন বিয়োজন পরিবর্তন পরিবর্ধন কিংবা পরিমার্জন করা যেতে পারে।